নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত চাচা-ভাতিজা

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত চাচা-ভাতিজা

নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সৃষ্টিগড় ও চৈতন্য বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুরের যোশর ইউনিয়নের চৈতন্য এলাকার সবিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে মো. ফরহাদ ভূঁইয়া ও মো. দেলোয়ার ভূঁইয়ার ছেলে মো. শাকিল ভূঁইয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হায়দার তালুকদার জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে ফরহাদ ও শাকিল শিবপুরের যোশর ইউনিয়নের চৈতন্য এলাকার নিজ বাড়ি ফিরছিলেন। পথে কালুর বাড়িসংলগ্ন এলাকায় কোনো গাড়ি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।