নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাদের উপর হামলার প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাদের উপর হামলার প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়িবহরে আওয়ামী লীগের সম্মিলিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাবুগঞ্জ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার ২৬ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বাবুগঞ্জ কলেজ গেট এলাকা থেকে স্টিল ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে স্টিল ব্রিজের পশ্চিম পাড়ে এক সভায় মিলিত হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ওই হামলার বিচারের দাবি জানায়।

 এ সময় উপস্থিত ছিল ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন আরাফাত, যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, ওয়াসিকুর রহমান বাপ্পি। সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক সজল, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক রোহান সিকদার, সাধারণ সম্পাদক আসিফ সিকদার। রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাহাত হোসেন, সাধারণ সম্পাদক রুমান শিকদার, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন। মাধবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা। এছাড়া ছাত্রদল নেতা তাপস,ইমরান, রাকিব, আফজাল, মেহেদী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক ছাত্রদল নেতা কর্মীরা।