বরিশালের উজিরপুর উপজেলার মুঙ্গাকাঠী গ্রামে নারায়নগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নজরুল ইসলামের হতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের ১৭দিন পর অন্যতম অভিযুক্ত উজিরপুরের আবুল তালুকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ৩জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল সোমবার বরিশাল জেলা পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৭ জুন সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার মুঙ্গাকাঠি গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। একদিন পরই পুলিশ ওই লাশের পরিচয় উদঘাটন করে। তার নাম নজরুল ইসলাম (৪৮)। তিনি কুমিল্লা জেলার সালধর এলাকার রুকু মিয়ার ছেলে। পরিবার-পরিজন নিয়ে নারায়নগঞ্জের বাবুরাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওই এলাকায় স্বর্ণের দোকান চৈতি জুয়েলার্সের মালিক ছিলেন নজরুল ইসলাম। লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্ত এবং হত্যার ক্লু উদঘাটন করে উজিরপুর থানা পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় উজিরপুরের আবুল তালুকদারকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবুল আর্থিক লেনদেন জনিত বিরোধের জের ধরে জুয়েলারী মালিক নজরুলকে গত ২ জুন নারায়নগঞ্জ থেকে উজিরপুর এনে শ্বাসরোধ করে হত্যা করে। পর লাশ পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এ ঘটনায় নিহতের ছেলে মুন্না চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে গত ৭ জুন উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে একই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আগামী পহেলা জুলাই বরিশাল জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। কনস্টেবল পদে চাকুরী প্রার্থীদের বেশীরভাগই দরিদ্র। অনেকে কনস্টেবল পদে চাকুরীর প্রলোভনে পড়ে জমি, সহায় সম্পদ এবং স্বর্নালংকার বিক্রি করে দালাল/প্রতারক চক্রকে মোটা অংকের অর্থ দিয়ে থাকেন। এ ধরনের কোন অবৈধ তৎপরতার খবর জানলে পুলিশকে জানাতে সাংবাদিকদের কাছে অনুরোধ করে পুলিশ সুপার। বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন হবে না বলে শতভাগ নিশ্চয়তা দেন পুলিশ সুপার।
What's Your Reaction?






