নাসিমের মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উপাচার্য মরহুম মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
আটদিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
শ্বাসকষ্ট নিয়ে গত ১ জুন শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পরে করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। পরবর্তীতে ফের টেস্ট করলে করোনাভাইরাস নেগেটিভ আসে। এরপর গত ৫ জুন ভোররাতে ব্রেন স্ট্রোক হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। গত কয়েকদিন অচেতন অবস্থায় ভেন্টিলেশনে ছিলেন নাসিম। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।