নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১৮ ফেব্রুয়ারি বরিশালে বিভাগীয় বিক্ষোভ বিএনপির

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বরিশাল থেকেই নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন শুরু করতে চাচ্ছে দলটি। এই লক্ষ্যে সারা দেশে বিএনপির মেয়র প্রার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের আয়োজন করেছে তারা। সমাবেশ করতে সম্ভাব্য ৩টি স্থানের জন্য আবেদন করা হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত প্রশাসনের কোন সবুজ সংকেত পাননি তারা। যদিও সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেছে বিএনপি। সমাবেশ আয়োজনের মূল দায়িত্ব পড়েছে বরিশাল মহানগর বিএনপির উপর।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তথ্য জানায় মহানগর বিএনপি।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, প্রধানমন্ত্রী বলেন, দেশে কোন বিরোধী দল খুঁজে পাওয়া যায় না। অথচ বিরোধী দলকে কোন রাজনৈতিক স্পেস (সুযোগ) দিচ্ছে না তারা। সরকার বিরোধী দলকে হাঁত-পা বেধে সাঁতার দেয়ার অবস্থায় ফেলেছে। বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে চায়। স্থানীয় সরকারসহ সকল নির্বাচন সুষ্ঠু-সুন্দর করতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান তারা। এই দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশালে বিভাগীয় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিএনপি। যদিও এখন পর্যন্ত সমাবেশের জন্য কোন স্থানের অনুমতি পাননি তারা।
ওইদিন সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, চট্টগ্রামের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহীর মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
গতকাল সংবাদ সম্মেলন শেষে ১৮ ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশ সফল করতে নগরীর সদর রোডসহ বিভিন্ন এলাকায় লিফলেট সহ গণসংযোগ করেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া এবং উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হচ্ছে। ১৮ ফেব্রুয়ারি বরিশালের সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার প্রচারনা শুরু করেছেন তারা। ওইদিন বিক্ষোভ সমাবেশে প্রায় ২৫ হাজার মানুষের সমাগম হবে বলে বলে তারা আশা করেন।
জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবা উদ্দিগন ফরহাদ জানান, বিভাগীয় বিক্ষোভ সমাবেশ আয়োজনের দায়িত্ব পড়েছে মহানগর বিএনপির উপর। তবে বিভাগের সব জেলা ইউনিট বিএনপির প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণ করবেন।