নির্দেশ অমান্য করায় কোচিং সেন্টার ম্যানেজারকে কারাদন্ড

বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় এক কোচিং সেন্টারের ম্যানেজার কাম শিক্ষককে ৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে ভ্রাম্যমান আদালত জানতে পারেন, অভিভাবকদের ফোন করে শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য বাসা থেকে ডেকে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত হবার পর অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত রাইট একাডেমীতে শিক্ষার্থীদের কোচিংরত অবস্থায় দেখতে পান। অভিযানের সময় কোচিং সেন্টারের ম্যানেজার কাম শিক্ষক সুমন রায়কে গ্রেপ্তার করে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
করোনা সংক্রামন এড়াতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। সরকারি নির্দেশের পরও বরিশালের বিভিন্ন স্থানে গোপনে কোচিং সেন্টারের কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।