নির্বাচন -মঠবাড়িয়ায় হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের একদিন আগে নৌকা মার্কার সমর্থন করার হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের চিত্ত রঞ্জন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে বিকেল ৫ টায় ওই বাড়ির সম্মূখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ঘন্টাব্যপী এ মানববন্ধনে শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা সুনীল সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সঞ্জীব বেপারী, অজিত রায়, নিত্য নন্দন চক্রবর্তী, বিপ্লব মিত্র প্রমুখ।
বক্তারা বলেন, নৌকা মার্কার সমর্থন করায় বিদ্রোহী প্রার্থীর কর্মিরা স্থানীয় বাসিন্দা রঞ্জন মিস্ত্রী (৫০) কে ধাওয়া করে। এসময় তিনি প্রাণ বাঁচাতে চিত্ত রঞ্জন বেপারীর ঘরে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হামলকারিরা তাকে হাতুরী পেটা করে। তাকে বাঁচাতে গিয়ে চিত্ত রঞ্জন বেপারীর স্ত্রী আরতী রানী (৬০) আহত হন। পরে ওই ঘরে বস্তায় থাকা ধান এলোমেলো করে মাটিতে ফেলে দেয়। আহতদেও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
মঠবাড়িয়া থনার ওসি মুহা.নূরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।