নির্বাচনের ফলাফল বাতিল এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে বিএনপির প্রতিবাদ সমাবেশ

সদ্য সমাপ্ত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
রোববার বেলা ১১টায় পুলিশের কঠোর বেস্টনীতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এবং এর আগে অশি^নী কুমার হলের সামনে জেলা বিএনপির উদ্যোগে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জাজামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন, নুরুল আলম ফরিদ। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় অশি^নী কুমার হলের সামনে জেলা বিএনপির ব্যানারে একই দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহে আলম খান, রিয়াজ মৃধা, এসএম জাহাঙ্গীর খান, আনোয়ার হোসেন লাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ন্যাক্কারজনকভাবে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের হস্তক্ষেপ করে জনগণের ভোটাধিকার হরন করেছে। সভা-সমাবেশ করে এই সরকারের পতন হবে না। লাগাতার হরতাল-অবরোধের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এ লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।