নির্বাচ‌নের আ‌গে বা‌তিল ছাত্রলী‌গের সা‌বেক আহবায়ক মান্নার ম‌নোনয়ন

নির্বাচ‌নের আ‌গে বা‌তিল ছাত্রলী‌গের সা‌বেক আহবায়ক মান্নার ম‌নোনয়ন

নির্বাচ‌নের ৩ দিন আ‌গে ম‌নোনয়ন বা‌তিল হল মহানগর ছাত্রলী‌গের সদ‌্য সা‌বেক সভাপ‌তি রইজ আহ‌মেদ মান্নার। 

বৃহস্পতিবার ৮ জুন দুপুরে হাই‌কো‌র্টের এ‌পি‌লেড ডি‌ভিশন তার ম‌নোনয়ন বা‌তিল ঘোষণা ক‌রে।

রইজ আহ‌মেদ মান্না বর্তমা‌নে কারাগা‌রে র‌য়ে‌ছেন।আগামী ১২ জুন ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নির্বাচন। ২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প‌দে মান্না ও তার ভাই দু‌টি ম‌নোনয়ন ক্রয় ক‌রেন। 

 নৌকার ক‌র্মিদের মার‌ধো‌রের অ‌ভি‌যো‌গে তা‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। তারও তার ভাই মুন্নার ম‌নোনয়ন বা‌তিল করা হয়। দুই ভাই এর বিরু‌দ্ধে আ‌পিল ক‌রেন। আপ‌ি‌লে বড় ভাই মুন্নার ম‌নোনয়ন বৈধ হ‌লেও মান্নার ম‌নোনয়ন অ‌বৈধই থা‌কে। প‌রে হাই‌কোর্ট থে‌কে তার ম‌নোনয়ন বৈধ হয়। ঘু‌ড়ি মার্কা নি‌য়ে তার সমর্থকরা মা‌ঠে না‌মেন। কারাগা‌রে থাকা অবস্থায় মান্না‌কে ছাত্রলীগ থে‌কে ব‌হিস্কার করা হয়।

এড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, হাই‌কো‌র্টের এ‌পি‌লেড ডি‌ভিশন দুপুর একটায় তার ম‌নোনয়ন বা‌তিল ক‌রে। মান্নার ভাই মুন্না ম‌নোনয়ন বা‌তি‌লের কথা স্বিকার ক‌রে‌ছেন।