নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে লিগ্যাল নোটিশ

র‌্যাব পুলিশের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই বাহিনী ছাড়া ভোক্তা অধিকারসহ অন্যান্য সংস্থার সাথে অভিযান পরিচালনা করতে পারবেন না- এমন দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওয়ারপুরের এম এম এন্টারপ্রাইজের মালিক মো. মাকসুদুল আলম মাসুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীর ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে অভিযান পরিচালনার সময় জব্দ করা ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।

আইনজীবী বলেন, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিভিন্ন জায়গায় ভেজাল খাদ্য দ্রব্য, ভেজাল ওষুধ, ভেজাল প্রসাধনী এবং ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। প্রশ্ন হচ্ছে এসব অভিযান পরিচালনা করার এখতিয়ার উনার আছে কি-না। এসব প্রশ্ন তুলে অভিযান পরিচালনার সময় ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।