নির্যাতনের স্বীকার সাংবাদিক,বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেন এবং ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ও সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আঞ্চলিক দৈনিক মতবাদের প্রকাশক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, একে আজাদ, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ এবং সিনিয়র সাংবাদিক শামীম আহমেদসহ অন্যান্যরা।