নিয়োগ পরীক্ষা নিয়ে সতর্ক করলো ডিপিই

আগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করুন।