নুসরাত জাহান-সুমন সেরনিয়াবাতের বিয়ে সম্পন্ন

নুসরাত জাহানের সঙ্গে সুমন সেরনিয়াবাতের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার বরিশাল ক্লাব মিলনায়তনে আড়ম্বরপূর্ণ পরিবেশে ওই বিয়ে উপলক্ষে অতিথি আপ্যায়ন করানো হয়। আগত অতিথিরা নুসরাত ও সুমনের বৈবাহিক জীবনের মঙ্গল কামনা করেছেন।
কনে নুসরাত জাহান বকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের আকন বাড়ির মো. নুরুল আমিন আকন এবং মিসেস নাসরিন আক্তারের কন্যা। সুমন সেরনিয়াবত আগৈলঝারা উপজেলার সেরাল গ্রামের বাসিন্দা মো. আবুল বাসার সেরনিয়াবত এবং মিসেস রওশন আরা বেগমের পুত্র।
সুমন সেরনিয়াবাত বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন।