নেছারাবাদে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

নেছারাবাদে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

পিরোজপুরে প্রতিবেশীবৃদ্ধর হাতে ধর্ষণের হয়ে গরুতর অসুস্থ হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। জেলার নেছারাবাদ উপজেলার খারাবাদ সমদ্দার বাড়ি এলাকায় ওই ধষর্ণের ঘটনা ঘটে। ধর্ষকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পিরোজপুর জেলা পুলিশ কর্মকর্তারা।
গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ্য ওই ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় খারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবা দিনমজুরের কাজ করেন।
গত শুক্রবার বিকেলে প্রতিবেশী আশরাফ আলী (৩২) ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে সে রক্তাক্ত আহত হলে সন্ধ্যায় তাকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার রাত সাড়ে ১১টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের কঠোর শাস্তির দাবি করেছে ধর্ষণের শিকার শিশুর মা-বাবাসহ স্বজনরা। 
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
 
এদিকে শিশুটি ধর্ষণ হয়নি, ধর্ষণের চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হাসান। এ ঘটনায় ওই শিশুর বাবা একমাত্র অভিযুক্ত আশরাফ আলীকে আসামী করে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। 


এদিকে অভিযুক্ত ধর্ষক র‌্যাব-৮’র হাতে আটক হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে নেছারাবাদ উপজেলা সদর থেকে আটক করা হয় বলে গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নেছারাবাদ থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।