নোয়াখালীতে হামলা-ভাঙচুর: জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

নোয়াখালীতে হামলা-ভাঙচুর: জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

নোয়াখালীর বেগমগঞ্জে হামলা, ভাঙচুর ও ২ জন নিহতের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান তদন্ত কমিটি গঠনের তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বেগমগঞ্জের কলেজ রোড ও ডিবি রোড এলাকায় মিছিল করেন একদল মানুষ। মিছিল থেকে পূজা মণ্ডপ ও মন্দিরে ভাঙচুর চালানো হয়। হামলায় যতন কুমার সাহা (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। পরে শনিবার সকালে চৌমুহনী পৌর এলাকায় ইসকন মন্দিরের পুকুর থেকে প্রান্ত চন্দ্র দাশ নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

হামলায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদারসহ মোট ১৮ জন আহত হন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌমুহনী পৌর এলাকায় শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।