নৌকা নিয়ে শেখ হাসিনা সঠিক বন্দরে পৌঁছাবেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির প্রতীক নৌকা নিয়ে শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক বন্দরে পৌঁছাবেন। সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন।
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 'আশা-নিরাশার দোলায় হে’ শীর্ষক এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন, সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ক্রমে এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের জন্য মুক্তির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর মৃত্যু হলেও তার আদর্শের কোনো মৃত্যু নেই। শেখ হাসিনার হাত ধরে একদিন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ে ওঠবে।
ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রধান বক্তা হিসেবে ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।