নয়াপল্টনে বিএনপি অফিসের পাশে বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের পাশে ভিক্টোরি হোটেলে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় হোটেলটির পঞ্চম তলায় এই বিস্ফোরণ ঘটে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সেন্টু মিয়া জানায়, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে আহতরা সবাই পথচারী। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউদ্দিন জানান, বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। এসি বিস্ফোরণ নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটার বোর্ড বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।