পটিয়ায় সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গবিন্দখিল ৮নং ওয়ার্ডের নির্বাচনে একটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছুরিকাহত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ মান্নান ও কাউন্সিলর প্রার্থী সরোয়ার কামাল রাজিবের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
নিহত আব্দুল মাবুদ (৪৫) বর্তমান কাউন্সিলর আব্দুল মান্নানের ছোট ভাই।
সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
ঘটনার পর দুই কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের এডিশনাল এসপি মশিউর দৌল্লা রেজা।