পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজে নবীন বরন

পটুয়াখালীতে জহির মেহেরুন নার্সিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান হয়েছে।
সোমবার বেলা ১১টায় কলাতলা বাজার সংলগ্ন জহির-মেহেরুন নাসিং কলেজের বিএসসি ইন নাসিং, ডিপ্লোমা নাসিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২০২০-২১ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোসাঃ জাহানারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিডাব্লিউএফ গ্রুফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বালাদেশ বেসরকারী নাসিং ইনস্টিটিউট এন্ড কলেজ অনাস অ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত মহাসচিব প্রফেসর মোঃ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘নার্সিং এর শিক্ষার্থীরা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত থেকে শিক্ষা গ্রহন করে এবং শিক্ষা শেষে সরাসরি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে। এই শিক্ষার্থীবৃন্দ আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতে উন্নত করতে সক্ষম হবে। তিনি আরো বলেন কেবল নার্স হওয়াই বড় কথা নয়। সেবার মনোবৃত্তি নিয়ে সত্যিকার মানুষও হতে হবে। দেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে সার্বিক উন্নয়নে অংশিদার হতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জহির-মেহেরুন নার্সিং কলেজের কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জহির মেহেরুন নাসিং কলেজের চেয়ারম্যান মোসাঃ মেহেরুন্নেসা, উপদেষ্টা ডিডাব্লিউএফ এবং দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সাবেক অধ্যক্ষ অধ্যপক প্রকৌশলী হাসান কামারুজ্জামান, ডিডাব্লিউএফ উপাধ্যক্ষ পীযুষ কান্তি হরি, সাবেক উপাধ্যক্ষ কাওসার মাহমুদ, দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক ভোরের আলোর জেলা প্রতিনিধি, প্রেসক্লাবের কার্যকারী সদস্য মোঃ আতিকুল আলম সোহেলসহ অনান্য অতিথিবৃন্দ।