পটুয়াখালীতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

করোনাভাইরাসে আক্রান্ত অসহায় মানুষের সেবায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আজ রবিবার সকাল ৯টায় এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন ২টি ও বিশিষ্ট ব্যাবসায়ী মো. কামাল হোসেন ২টি সিলিন্ডার জেলা আওয়ামী লীগের ভান্ডারে দেয়ার ঘোষণা দেন। এতে মোট ১৩টি সিলিন্ডার নিয়ে রোগীদের সেবায় যাত্রা শুরু করলো জেলা আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি , সাধারণ সম্পাদক জালাল আহমেদ, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমূখ।