পটুয়াখালীতে আওয়ামী যুবলীগের উদ্যোগ শান্তি সমাবেশ

পটুয়াখালীতে আওয়ামী যুবলীগের উদ্যোগ শান্তি সমাবেশ

পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপি- জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

 শনিবার (২৫ ফেব্রুয়ারী)  বিকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেলের উপস্থাপনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান শাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা, পৌর যুবলীগের সভাপতি খন্দকার শফিকুল ইসলাম প্রমুখ।

 বক্তারা বলেন, বিএনপি-জামাত, যুবদল ও ছাত্রদল ২০১৪-১৫ সালের ন্যায় দেশে আবার সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যড়যন্ত্রে মাঠে নেমেছে।

 পটুয়াখালীতে এ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে, যুবলীগের নেতা-কর্মীরা রাজপথেই সন্ত্রাসীদের প্রতিহত করার হুশিয়ারী দিয়ে জেলা যুবলীগের সকল স্তরের নেতা -কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহবান জানান যুবলীগ নেতৃবৃন্দ।  এর আগে শহরে বিক্ষোভ মিছিল করে যুবলীগের শত শত নেতা-কর্মী।