পটুয়াখালীতে আরও ২৭৮১ জন প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন

পটুয়াখালী জেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আরও (২য় পর্যায়) ২,৭৮১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় আধা-পাকা ঘর পাচ্ছেন।
আসছে ২০জুন রবিবার বেলা ১১ টায় ভিডিও কনফারিন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩ হাজার অধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ ঘর দেয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এদিন পটুয়াখালী জেলায় ২,৭৮১ জন ভূমিহীন ও গৃহহীন আধা-পাকা ঘর পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ৮৭০ জন, দুমকী উপজেলায় ৫০ জন, মির্জাগঞ্জে ২২৫ জন, বাউফল উপজেলায় ৫০ জন, দশমিনায় ২০৯ জন, গলাচিপা উপজেলায় ৫০০ জন, কলাপাড়া উপজেলায় ১১০ জন ও রাঙ্গাবালী উপজেলায় ৭৭৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঘর পেতে যাচ্ছেন।
এ সব ঘর নির্মানের কাজ সম্পন্নের পথে রয়েছে বলে পটুয়াখালীর রেভ্যিনিউ ডেপুটি কালেক্টর মো. আসাদুজ্জমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী জানান।