পটুয়াখালীতে আ’লীগের ২৭ অসুস্থ কর্মীকে ৪০ লক্ষ টাকা সহায়তা

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে দুঃস্থ, অসহায় এবং অসুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
৮ নভেম্বর সোমবার দেুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন পটুয়াখালীস্থ তার নিজ বাসভবনে দুঃস্থ, অসহায় এবং অসুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস কুদ্দুস মৃর্ধা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, যুবলীগ নেতা রেজাউল করিম সোহেবসহ জেলা আওয়ামী, যুবলীগ, মহিলাআওয়ামীলীগ, ছাত্রলীগ , শ্রমিকলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে ২৭জন দঃ’, অসহায় এবং অসুস্থদের মাঝে ৪০ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।