পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পটুয়াখালীতে কেককাটা ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত। পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত ৩০ অক্টোবর শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে পটুয়খালী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আলোচনাসভার শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। 

পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি কাজী কানিজ সুলতানা হেলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ হালিম। সভায় কমিউিনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহি করার জন্য কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করনে সচেতনতামূলক কর্মসূচী  গ্রহন করার আহবান জানান বক্তারা।