পটুয়াখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

পটুয়াখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বশির হাওলাদার (৩০) বেতমোড় গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হালদার জানান, মো. বশির হাওলাদার (৩০) নামের এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বুকের বাম দিকে ও বাম হাতে ছুরির আঘাত রয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তিনি মারা গেছেন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, নিজ বাড়ীর সামনে বশির হাওলাদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তবে পূর্ব শক্রতা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।