পটুয়াখালীতে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে।
শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলে ঝড়ের তাণ্ডব। এতে পৌর শহরের নাচনাপাড়ার একটি বৈদ্যুতিক খুঁটিসহ উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।
ঝড়ের কবলে পৌর শহরের নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের দেয়াল ভেঙে পরে পাশের ঘরের টিনের চালাসহ আসবাব পত্রের ক্ষতি হয়েছে। রাঙ্গাবালীতে বজ্রপাতে একটি গরু মারা গেছে।
ঝড়ের কারণে বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল কলাপাড়া।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক বলেন, বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।