পটুয়াখালীতে নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে বোরো ধান কাটা শুরু

পটুয়াখালী সদর উপজেলায় উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে ধান কাটা শুরু করেছেন কৃষকরা।
গতকাল ০৫ মে মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর ব্লকে ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৬৭ জাতের বোরো ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, বরিশাল এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলমগীর হোসেন, পটুয়াখালী জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত, জেলা প্রশিক্ষন অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, সায়েন্টিফিক অফিসার পলাশ কুন্ড, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুস সালাম, উপসহকারী কৃষি অফিসার আকলিমা আক্তার, উপসহকারী কৃষি অফিসার জাকির হোসাইন, উপজেলা পরিসংখ্যান অফিসার আইয়ুব আলী ও তুহিন ফরাজী, কৃষক কালাম মোল্লা, নাসির মোল্লা, মিজান মোল্লা, আব্বাস মাদবর, মোশারেফ মাদবর, দ্বীন ইসলাম, সেলিম মোল্লা, কৃষানি জান্নাতুল ফেরদৌসীসহ আরো অনেকে।
সামাজিক দূরত্ব বজায় রেখেই উক্ত ধান কর্তন সম্পন্ন করা হয়। ব্রি ধান ৭৪ এর ফলন এসেছে প্রতি হেক্টরে ৫.২৭ টন এবং ব্রি ধান ৬৭ এর ফলন এসেছে প্রতি হেক্টরে ৪.৯ টন। নিরাপদে ফসল ঘরে তুলতে পেরে কৃষকের মুখে ফুটেছে অনাবিল হাসি।
উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রাণঘাতী করোণা ভাইরাসের মহামারী সংক্রমণের মধ্যেও ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবেলায় উপজেলা কৃষি অফিস, পটুয়াখালী সদর এর অকুতোভয় যোদ্ধাগন কৃষকের পাশে থেকে শতকরা ৮০ ভাগ ধান পরিপক্ব হবার সাথে সাথেই মাঠ থেকে ধান কর্তন করে কৃষকের গোলায় তোলার পরামর্শ দিয়ে যাচ্ছেন"। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে,২০১৯-২০ অর্থবছরে জেলায় মোট ৩,২২৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮০ হেক্টর, বাউফলে ১৩৫০ হেক্টর, গলাচিপায় ৫০০ হেক্টর, কলাপাড়ায় ৮৬০ হেক্টর, দশমিনায় ২৩৩ হেক্টর, মির্জাগঞ্জে ০৫ হেক্টর, দুমকিতে ২০ হেক্টর ও রাঙ্গাবালী উপজেলায় ৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। #