পটুয়াখালীতে পুলিশ প্রশাসনকে পিপিই দিয়েছে জহির-মেহেরুন নেছা নার্সিং কলেজ

করোনাকালীন মানুষকে ঘরবন্দী ও বিভিন্ন সেবা দিতে পুলিশ ঝুকি নিয়ে কাজকরে তাদের সেবার মান এগিয়ে নিতে পৌছে দিচ্ছে জহির-মেহেরুন নেছা নার্সিং কলেজের উদ্যোগে পিপিই।
করোনা ভাইরাস কোভিড - ১৯ সংক্রমনের প্রভাব প্রতিরোধে ও মোকাবেলায় সুরক্ষা উপকরন পিপিই, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজিং ও মাস্ক এর অভাবে পুলিশ তাদের দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছিল, ঠিক সেই মুহুর্তে পিপিই সুরক্ষা উপকরন নিয়ে এগিয়ে এসেছে পটুয়াখালী জেলা মহিলা শ্রমিক লীগ জহির-মেহেরুন নেছা নার্সিং কলেজ এবং বাংলাদেশ নার্সিং এ্যাসোসিয়েশন।
৭ মে বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি জহির মেহেরুননেছা নার্সিং কলেজ পটুয়াখালী চেয়ারম্যান মেহেরুন নেছা ও ডিডাব্লুএফ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি ইনসিইটউট এর অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম এর উদ্যোগে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম ও সদর থানার ইনচার্জ আক্তার মোর্শেদসহ কর্মকর্তাদের মাঝে পিপিই পিপিই তুলে দেন । করোনার প্রভাবমুক্ত রাখতে মানুষকে ঘরবন্দী থাকতে এমন মহতি উদ্যোগ। করোনাকালে মানুষ যেন ঘরবন্দী থাকতে পারে এজন্য এমন উদ্যোগ নিয়েছে । নিজেরা করোনার ঝুঁকি নিয়ে এলাকার মানুষকে করোনার সংক্রমণ থেকে রক্ষায় এমন মহতি উদ্যোগ অন্যদের জন্য হয়ে থাকছে শিক্ষণীয়।
পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও ভোলা জেলায় করোনা রোগীর সেবায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে পিপিই বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা জানান।