পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত-১৫

বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে যুবদল ও ছাত্রদলের কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
২৬ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সরকারী কলেজ রোড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ শুরু করলে এ ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্যামেরার সামনে কথা না বলার শর্তে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহা সচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী সেদিন বললো,বিরোধী দল সভা সমাবেশ করতে পারে। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর কথায়ও কাজ হয়না। সংসদ ও দেশে বিরোধীদলহীন রাজনীতি চলছে। এর বিরুদ্ধে সত্যিকার অর্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এদিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বোস বলেন, বিএনপি কখন কোথায় মিটিং করে আমরা জানিনা। দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরিন দ্বন্দ রয়েছে। এ দ্বন্দের ধারাবাহিতকতায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ।
জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি জানান, কেন্দ্রীয় নেতা পার্টির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এর উপস্থিতিতে বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে নির্ধারিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচী শুরু করে আমি বক্তব্য রাখছিলাম, এ সময় আকস্মিকভাবে সরকার দলীয় যুবলীগ ও ছাত্রলীগের কতক সশস্ত্র কর্মী হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে। কেন্দ্রীয় নেতাকে সেভ করার জন্য আমরা অফিসে ভিতরে ঢুকে আশ্রয় নেই। তারপরও সরকার দলীয় কর্মীরা আমাদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করার চেষ্টাকরে।এ হামলায় আমাদের যুবদলের কর্মী হাসান (৩০),জাকির (৪০),তানভীর (২৫),ফারুক আলম, ফারুক, আতিক, রিমু, মোকছেদুল, আল আমিনসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৫জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবী করেন জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি।