পটুয়াখালীতে মহিলা শ্রমিকলীগে‘র উদ্যোগে দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী সহায়তা

পটুয়াখালীতে মহিলা শ্রমিকলীগে‘র উদ্যোগে দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী সহায়তা

 করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন বিস্তার প্রতিরোধে মহামারী সংকটে  জেলা মহিলা শ্রমিকলীগ এর উদ্যোগে কর্মহীন দরিদ্র, হতদরিদ্র, নিম্নবিত্ত ও জহির মেহেরুননেছা নার্সিং কলেজের কর্মচারীসহ পাঁচ শতাধিক পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরন ।


৮ মে শুক্রবার বেলা ১১টায় যুব সংসদ রোডস্থ ডিডাব্লুএফ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি ইনসিইটউট  মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিজ উদ্যোগে জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি ও জহির মেহেরুননেছা নার্সিং কলেজ পটুয়াখালী চেয়ারম্যান মেহেরুন নেছা কর্মহীন দরিদ্র, হতদরিদ্র, নিম্নবিত্ত ও জহির মেহেরুননেছা নার্সিং কলেজের কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ডিডাব্লিুউএফ নাসিং কলেজের  চেয়ারম্যান অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম,

বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো: ছিদ্দিকুর রহমান হাওলাদার,সাবেক সাংগঠনিক সংম্পাদক মেহেদী হাসনাত অনি, জেলা মহিলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক উম্মেকুলসুম,পটুয়াখালী জেলার সুজনের দপ্তর সম্পাদক মো: কাওছারসহ ডিডাব্লিুউএফ কলেজের কর্মকর্তাবৃন্দ। পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে এবং এ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে জানায় জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা।