পটুয়াখালীতে মুগ ডালের ফলন বৃদ্ধি করন সভা

পটুয়াখালীতে মুগ ডালের ফলন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার খুচরা বিক্রেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী শুক্রবার সকালে জেলা স্কাউট ভবনে এসিআই ক্রপ কেয়ার এবং পাবলিক হেলথ এর সহায়তায় পুরানবাজার মেসার্স শহিদ এন্টার প্রাইজ এর প্রোপাইটার মোঃ শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে মুগ ডালের ফলন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার খুচরা বিক্রেতাদের নিয়ে মুগডাল রিলোড ও ফ্লোরা ব্যবহার করে কিভাবে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে সভায় অতিথি হিসাবে বিস্তারিত আলৈাচনা করেন এসিআই ক্রপ কেয়ারের ডেপুটি সেলস ম্যানেজার মোঃ রেজাউল হক, এরিয়া ম্যানেজার মোঃ মোস্তফা জামান পলাশ এবং টেরিটোরি অফিসার কৃষিবিদ তারিক জামিল তামিম।
সভায় সদর উপজেলার অর্ধশতাধিক খুচরা বিক্রেতা অংশগ্রহন করেন।