পটুয়াখালীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালীতে পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্যে দিয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন মুক্ত দেশ কামনা করে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী পালিত হয়েছে।
১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় সেন্ট্রারপাড়াস্থ হিন্দু সমাজ গৃহে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউন্সিলর কাজল বরন দাসের সঞ্চালনায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট অমতি রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট তারক চন্দ্র সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, ইস্কন পটুয়াখালীর সাধারন সম্পাদক শ্রীমান আহ্লাদ গোবিন্দ দাস, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিও কৃষ্ণ বড়াল, শশ্মান কমিটির সভাপতি সন্তোস দাস।