পটুয়াখালীতে সিনোফার্মার করোনা ভ্যাকসিন প্রদান

পটুয়াখালীতে সিনোফার্মার করোনা ভ্যাকসিন প্রদান

পটুয়াখালীতে  সিনোফার্মার কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (১৯ জুন) সকাল ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুল মতিন এর সভাপতিত্বে  সিনোফার্মার কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ রওশন আরা।

 উপস্থিত ছিলেন জেলা স্যানীটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ ফাতিমা তুজ জোহরা বৃষ্টি, নাসিং সুপারভাইজার জেসমিন আক্তার। মেডিকেল কলেজের শেষবর্ষের শিক্ষার্থী রোমান হাওলাদার ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট নার্স মোঃ মাহাবুব হাসানকে টিকাদেন সিনিয়র নার্স রাশিদা বেগম। গত ৬ জুন সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছে চীনের তৈরি কোভ্যাক্স ৮ হাজার ৪’শ ডোজ টিকা।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি বুথে মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিদেশগামীসহ উদ্দীষ্ট জনগোষ্ঠকে এ টিকা প্রদান করা হবে। উদ্বোধনীদিনে নিবন্ধনকৃত ১০২ জনকে টিকা দেয়া হয়েছে বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান।