পটুয়াখালীতে সুইসকন্ট্যাক্ট ও আইপিএমটির এর অর্থায়নে সাইন্টিফিক সেমিনার

পটুয়াখালীতে সুইসকন্ট্যাক্ট ও আইপিএমটির এর অর্থায়নে ৩ টি সাইন্টিফিক সেমিনার ২৮,২৯ এবং ৩০ জুন অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ এসএম কবির হাসান, সির্ভিল সাজন, পটুয়াখালী। ২৯ জুন প্রধান অতিথি ছিলেন ডাঃ মির শহীদুল হাসান শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কা পটুয়াখালী।
উক্ত সেমিনারে ৭২ জন কমিউনিটি প্যারামেডিক অংশগ্রহন করেন তিনটি গ্রুপে।এর মেধ্যে পুরুষ-৪৮ জন এবং নারী-২৪ জন। ফ্যাসিলেটেটর হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ আবু জাফর, মেডিকেল অফিসার, সিভিল সাজন অফিস, পটুয়াখালী, তিনি সাধারন এ্যালাজি ও তার ব্যবস্থাপনা উপর আলোচনা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইসক্ন্টাক এর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার, পটুয়াখালী।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, পরিচালক, ইনস্টিটিউট অব পটুয়াখালী মেডিকেল টেকনোলজি, (আইপিএমটি) পটুয়াখালী। প্রশিক্ষন পরিচালনা করেন মোঃ শহীদুল ইসলাম, সমন্বয়কারী , ইনস্টিটিউট অব পটুয়াখালী মেডিকেল টেকনোলজি, (আইপিএমটি) পটুয়াখালী।