পটুয়াখালীতে ২দিন ব্যাপী কৌশলগত যোগাযোগ শীর্ষক কর্মশালা

পটুয়াখালীতে ২দিন ব্যাপী কৌশলগত যোগাযোগ শীর্ষক কর্মশালা

পটুয়াখালীতে ২দিনের সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ'শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ঢাকা এর আয়োজনে চ৪উ প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী 'সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ'শীর্ষক কর্মশালা উদ্বোধন ।

রবিবার ৮ মার্চ  সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড.আতাহার উদ্দিন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ঢাকার পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মনজুরুল আলম। বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক (কর্মশালা পরিচালক) সৈয়দ জাহিদুল ইসলাম, কর্মশালা সমন্বয়কারি মোঃ আব্দুল মান্নান, কর্মশালা সমন্বয়কারী হেনা বিউটি, সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার,  প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। প্রশিক্ষনে ২৫ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশগ্রহন করেন।