পটুয়াখালীতে ৮ হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান শুরু

সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলায় এক যোগে হাসপাতালের ২৬ কেন্দ্রে করোনার ভ্যাকসিন টিকা দেয়া শুরু হয়েছে।
৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সদর ইউএনও লতিফা জান্নাতী, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুক মতিন, বিএমএ সভাপতি ডাঃ মিজানুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আতিকুর রহমান।
পটুয়াখালীতে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন টিকা গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা মানস দত্ত, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, এড. উজ্জ্বল বোসসহ সরকারের ১৭ ক্যটাগরির মানুষকে ভ্যাকনিস টিকা দেয়া হচ্ছে। প্রথম ধাপে পটুয়াখালী জেলায় ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন টিকা দেয়ার জন্য ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে।
এ সময় সরকারী কর্মকর্তা, রাজনৈতি নেতৃবৃন্দ, সাংবাদিক, মেডিকেল কলেজ ও হাসপাতারে চিকিৎসক, নার্স এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাউফল উপজেলা হাসপাতালে প্রথম ভ্যাকসিন টিকা গ্রহন করেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, পুলিশ হাসপাতালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।