পতাকার অবমাননায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহসহ ১০ জনের বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভিসিকে প্রধান অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে তাজহাট থানায় অভিযোগ করেন গণযোগাযোগ বিভাগের শিক্ষক মাহামুদুল হক ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান।
অপর অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তাজহাট থানায় একই অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ফলকের সামনে জাতীয় পতাকার সবুজের মধ্যে লাল অংশ গোলাকার না করে বিকৃতি করে আয়তকার করে প্রদর্শন করা হয়েছে। এছাড়া পতাকাটি নিম্নমুখী করে পায়ের নিচে ফেলা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন-বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক শামীম হোসেন, ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারী প্রক্টোর ও সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান, সমাজ বিজ্ঞান বিভাগের রাম প্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক বাসক রহমতুল্লাহ, একই বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম ও পিএস আমিনুর রহমান। এছাড়া আরো ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় বলা হয় ৪ নম্বর আসামি বিষয়টি ফেসবুকে পোস্ট দিলে পরদিন ১৭ ডিসেম্বর সবার দৃষ্টিগোচর হয়। এছাড়া আসামিরা স্বেচ্ছায় জাতীয় পতাকার বিধি মালার ব্যত্যয় ঘটিয়েছেন। এছাড়া ১ নম্বর আসামি তার ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এর আগে ছাত্রলীগ ও মহানগর যুবলীগ এই ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেন।
তাজহাট হাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।