পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান

পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান

পদ্মা সেতুতে ৩৯ তম স্প্যান বসানো হয়েছে। এতে করে ৬১৫০ মিটারের পদ্মা সেতুতে স্প্যান বসিয়ে দৃশ্যমান হলো ৫,৮৫০ মিটার। দৃশ্যমানে আর বাকি রইল ৩০০ মিটার। এ জন্য বসাতে হবে আর মাত্র দুটি স্প্যান। 

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ২৩ মিনিটে মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯ তম স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের। ৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় যা বসানো হরো। 

অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দেওয়ায় সফলভাবে কাজটি সম্পন্ন হয়। প্রকৌশলীদের টার্গেট অনুযায়ী গেল মাসেও চারটি এ মাসেও চারটি স্প্যান বসানো হলো।