পবিপ্রবিতে কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

পবিপ্রবিতে কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

কৃষি ও কৃষি প্রাধান্য ০৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরজনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৭ নভেম্বর শনিবার বেলা ১১.৩০টায় একযোগে অন্যান্য বিশ^বিদ্যালয়ের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪০০০(চার হাজার) শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।