পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত

‘যৌথ কর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষ্যে মেরিন ফিশারিজ এন্ড ওসানোগ্রাফি বিভাগের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যলীর আয়োজন করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ বি সিদ্দিক, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ, পোস্ট গ্রজুযেট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস সহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যলী শেষে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সংক্ষিপ্ত বক্তৃতায় সমুদ্র জয় অর্জন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন এই সমুদ্র থেকে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ, আহরণ ও বিপননের ব্যবস্থা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছে এবং সেভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে।