পশ্চিমবঙ্গে আম্পানের ৭২ নিহত

পশ্চিমবঙ্গে আম্পানের ৭২ নিহত


ঘূর্ণিঝড় আম্পানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিহতদের পরিবার পিছু ২ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ১০০০ কোটি রূপির তহবিল গঠন করার কথা জানিয়েছেন তিনি।

দুর্যোগের এই সময়ে ত্রাণ তৎপরতা জোরদার করতে বলেছেন মমতা। 

পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রস্তাব দিয়েছেন মমতা।

বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে।

মোদি বলেন, পশ্চিমবঙ্গে আম্পান যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে, সেই দৃশ্য দেখেছি। এই সঙ্কটময় মুহূর্তে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। রাজ্যের মানুষের শুভকামনা করছি

তিনি জানান, এ চ্যালেঞ্জিং মুহূর্তে সব রকমভাবে সহযোগিতা করা হবে বাংলাকে। 

পরে আরেক টুইটে মোদি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে। শীর্ষ কর্মকর্তারা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চেষ্টার কোনও কসুর করা হবে না।