পশ্চিমাদের দুষলেন রুশ গোয়েন্দা প্রধান

ইউক্রেনে চলমান সংঘাতে সিনিয়র রুশ কর্মকর্তাদের পারমাণবিক বাগাড়ম্বরের মাত্রা নিয়ে পশ্চিমা নেতারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। তবে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সেবা (এসভিআর)-এর প্রধান সের্গেই নারিশকিন রুশ কর্মকর্তাদের পারমাণবিক বাগাড়ম্বরের কথা অস্বীকার করে এই উত্তেজনার জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
পারমাণবিক উত্তেজনা ইস্যুতে রুশ কর্মকর্তাদের মন্তব্যের বিষয়ে বিবিসির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে নারিশকিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে পশ্চিমা বাগাড়ম্বর নিয়ে অবশ্যই আমাদের উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, গতকাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফোনে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি তাদের ইউক্রেনের নেতাদের সম্ভাব্য ডার্টি পারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে রুশ গোয়েন্দা প্রধান বলেছেন, ওই সংকটের শিক্ষা হলো বৈশ্বিক সমস্যা সমাধানে সমঝোতায় পৌঁছার জন্য রাজনৈতিক নেতাদের শক্তি অর্জন করতে হবে।
ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক উপাদানযুক্ত ডার্টি বোমা ব্যবহারের অভিযোগকে রাশিয়া অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। সোমবার ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের বিরুদ্ধে উত্থাপিত রাশিয়ার সব অভিযোগ প্রত্যাখ্যান করে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমাদের দেশগুলো স্পষ্ট করেছে, ইউক্রেনের বিরুদ্ধে তাদের নিজ ভূখ-ে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনার মিথ্যা অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি। বিশ্ব এমন অভিযোগকে সংঘাতের তীব্রতা বৃদ্ধির জন্য অজুহাত হিসেবে বিবেচনা করবে।