পাচারকালে রাজধানী থেকে ২৩ নারী উদ্ধার

পাচারকালে রাজধানী থেকে ২৩ নারী উদ্ধার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে ২৩ নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

ওই ঘটনায় জড়িত কয়েকজনকে আটকও করেছে র‌্যাব। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা নারীদের কোন দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানায়, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করছে একাধিক চক্র। র‍্যাবের অভিযানে কয়েকটি চক্রের কিছু সদস্যও গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী বেশ কয়েকজন নারীকেও।