পাটুরিয়া-দৌলতদিয়া,গাড়ি-যাত্রী পারাপার বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া,গাড়ি-যাত্রী পারাপার বন্ধ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এ রুট দিয়ে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন বন্ধসহ যাত্রী পারপার বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি পরিষেবার যানবাহনগুলো একটি ছোট ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট পয়েন্টে পারের অপেক্ষায় আটকে আছে প্রায় তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক। তবে কোনো ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে না।