পাথরঘাটায় ইউপি নির্বাচন: কঠোর অবস্থানে প্রশাসন

পাথরঘাটায় ইউপি নির্বাচন: কঠোর অবস্থানে প্রশাসন

বরগুনার পাথরঘাটা  উপজেলার তৃতীয় ধাপে ০৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৮১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন কমিশনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশের একজন এসআই ও একজন এসআইসহ দুইজন পুলিশ সদস্য, এবং কেন্দ্র মোবাইল টিম হিসেবে  একজন ইন্সপেক্টর দুইজন এএসআই ও দুইজন পুলিশসহ অস্ত্রধারী আনসার সদস্য ও নিরস্ত্র নারী ও পুরুষ আনসারের ১৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও চারটি ইউনিয়নে মোট ১৪ জন  নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এবং আলাদাভাবে আরও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এর পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, বরগুনার পাথরঘাটা উপজেলার ০৪ টি ইউনিয়নের ১৮১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ৬২ হাজার ৬৮৭জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা  ৩১ হাজার ৪৫৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ২৩০ জন। উপজেলা নির্বাচন কমিশনের তথ্যে ০৪টি ইউনিয়নের ১৮১ কেন্দ্রের ২০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৫ টি কম ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে পাথরঘাটা উপজেলার ০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯২ জন প্রার্থী হন। এদের মধ্যে ০৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন, রায়হানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, নাচনাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন, চরদুয়ানী ইউনিয়নে ০১ জন, পাথরঘাটা ইউনিয়নে ০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সংরক্ষিত পদে ৪৩ এবং সাধারণ সদস্য পদে ১৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তবে এর মধ‍্যে চরদুয়ানী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা মার্কার প্রার্থী মোঃ আব্দুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও একই ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফোরকান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, তৃতীয় ধাপের পাথরঘাটা উপজেলার ০৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করি আগামীকাল নির্বিঘ্নে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবেন।

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন  আছেন। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।