পাথরঘাটায় বিয়ের দাবীতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিয়ের দাবীতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন ) দুপুর ২টার দিকে হাতেমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের নাম নেপাল চন্দ্র শীল (২৬)। তার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় কথা কাটা কাটির এক পর্যায়ে তার বাবা নিরঞ্জন শীল (৫৮) মাথায় শক্ত লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় নিরঞ্জন শীল। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নিরঞ্জনের স্ত্রী ও মেয়ে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে দ্রুত বরিশালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বরিশাল নেয়ার পথে মারা যায় সে।
তবে এ ঘটনায় নিহত নিঞ্জনের সৎ বোন বিউটিসহ বিউটির স্বামী প্রকাশের সম্পৃক্ততা আছে বলে দাবী করেছেন নিরঞ্জনের স্ত্রী রাধা রানী। তিনি বলেন জমি নিয়ে বিউটির সাথে দন্দ্ব ছিল তাদের। তার ছেলের পছন্দ করা ময়ে বিউটি ও তার স্বামী প্রকাশ ঠিক করে দিয়েছে। আর বিয়ের জন্য জমি দাবী করে তারা। জমি দিয়ে বিয়েতে রাজি না হওয়ায় এ ঘটনা।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান,ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ অভিযান চালিয়ে ঘাতন নেপালকে গ্রেপ্তার করে, পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে