বরগুনা পাথরঘাটার বনফুল গুচ্ছগ্রামে এক অভিযান চালিয়ে দু’টি মাথা ও দু’টি চামড়াসহ প্রায় পাঁচ মণ হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ।
শনিবার (১৮/০৫/১৯) ভোররাতে এক অভিযান চালিয়ে হরিণের মাথাসহ মাংস জব্দ করে বনবিভাগ।
এসময়ে অবৈধ হরিণে শিকারে ব্যবহৃত দু’টি ট্রলারসহ হরিণ ধরার ফাঁদ জব্দ করা হলেও এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাথরঘাটা উপজেলা বনবিভাগের পদ্মা অঞ্চলের বিট কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ সাংবাদিকদের জানান, বিশ্বস্ত সূত্রের সংবাদে পুলিশের সহায়তায় শনিবার ভোররাতে বনফুল গুচ্ছগ্রামে অভিযান চালানো হয়। এসময় গ্রামের একটি খালের মধ্যে অবস্থান করা ইঞ্জিন চালিত দু’টি ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ মণ হরিণের মাংস, চামড়াসহ জবাই করা দু’টি হরিণের মাথা ও হরিণ শিকারে ব্যবহৃত দু’টি ট্রলারসহ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, জব্দকৃত ট্রলারের মালিক আ. রহমানের ছেলে ইব্রাহিম শিকদার কোস্টগার্ডের ট্রলারচালক। কোস্টগার্ডের সাথে সম্পর্ক থাকায় তারা পিতা-পুত্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস বিক্রি করে আসছে। জব্দকৃত মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হবে জানিয়েছেন পাথরঘাটা বন কর্মকর্তা মনিরুজ্জামান।