পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০৬টি প্রকল্প চলমান

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, ‘আগামী বছরের বন্যার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ের ১০৬টি প্রকল্প চলমান আছে। এগুলো বাস্তবায়ন হলে দেশে নদী ভাঙনের ভয়াবহতা সহনীয় হবে’।
শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আড়িয়ালখাঁ নদীর ভাঙন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নে বিশ^ব্যাংকের ৩ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন কার্যক্রম চলছে। গত বছর আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার ৩টি বেরী বাঁধ সংস্কার প্রকল্প একনেকে পাশ হলে শিঘ্রই কার্যক্রম শুরু হবে। এসব প্রকল্পের কাজ সমাপ্ত হলে সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত মানুষ আগামী বন্যা থেকে রক্ষা পাবে। উপকূলীয় এলাকার নদী ভাঙনের ভয়াবহতা কমবে। বড় নদীগুলো ড্রেজিং করে পানি প্রবাহ স্বাভাবিক রাখা হবে।
পরিদর্শনকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন শীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।