পাবজি ও ফ্রি ফায়ার বন্ধে চূড়ান্ত নির্দেশনা বিটিআরসি’র

পাবজি ও ফ্রি ফায়ার বন্ধে চূড়ান্ত নির্দেশনা বিটিআরসি’র

অনলাইনভিত্তিক গেম পাবজি ও ফ্রি ফায়ারকে ক্ষতিকারক উল্লেখ করে দেশে অবিলম্বে এসব গেমস বন্ধ করার নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বুধবার বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পাবজি ও ফ্রি ফায়ারেরর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে লাইকি, টিকটক, বিগো লাইভসহ এসব ক্ষতিকর অ্যাপ দেশ থেকে বন্ধ ও লিংক সরিয়ে নেয়ার জন্যও চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

সুব্রত রায় মৈত্র বলেন, মঙ্গলবার ডিপার্টমেন্ট অব টেলিকম (ডট)-কে এ নির্দেশনা দেয়া হয়েছে। আমরা পাবজি, ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু টিকটক ও লাইকিসহ অন্যান্য ক্ষতিকর অ্যাপস বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায়। এসব বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই। এই সব অ্যাপসের কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে পাবজি-ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধের লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদেশে তিন মাসের জন্য এসব গেম অনলাইনে বন্ধ রাখার কথা বলা হয়েছে।

একইসাথে অনলাইন প্ল্যাটফর্মে লাইকি, টিকটক, বিগো লাইভসহ ক্ষতিকর অ্যাপ এবং পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাসের জন্য নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আর চার সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।