পারফর্মার সাকিবকে চান সুজন

পারফর্মার সাকিবকে চান সুজন

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন সময়ে সাকিব আল হাসান জানিয়েছিলেন, অধিনায়কত্ব করতে চান না তিনি। এর আগে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, এই অধিনায়কত্বের কারণে তার পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ছে। তার এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সামনে এ কথা জানান সুজন। এই সাবেক অধিনায়কের মতে, সাকিব যদি অধিনায়কত্ব উপভোগ করতে না চান, তবে ছেড়ে দেওয়াই উত্তম। বিশ্বসেরা অলরাউন্ডার যদি পারফরম্যান্সের দিকে মনোযোগী হতে চান তবে সেটাই সবার জন্য ভালো।
সুজন বলেন, ‘সাকিব আমাদের সেরা অধিনায়কদের একজন। তার ক্রিকেট মেধা নিয়ে কারও প্রশ্ন থাকার কথা না। সাকিব যদি নিজে অধিনায়কত্ব করতে না চায়, যদি সে উপভোগ না করে তাহলে তো অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে।’ 
‘সাকিব যেটা বলেছে আমি শুনেছি, পারফরম্যান্সের জন্য আরও বেটার হবে যদি ও অধিনায়কত্ব না করে। আমরা তো চাই সাকিবের পারফরম্যান্স। বিশ্বকাপে আমাদের এই পর্যন্ত আসার পেছনে আমি মনে করি সাকিবের একারই অবদান। টিকে থাকলেই সাকিব ক্যান গিভ সামথিং।’
ওয়ানডেতে মাশরাফি যে কোনো সময় অবসর নেবেন। তাছাড়া তিনি টেস্ট আর টি-টোয়েন্টি ছেড়েছেন আরও আগে। অন্যদিকে তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিক কেউই অধিনায়কত্ব করতে চান না বলে আগেই জানিয়ে দিয়েছেন। এখন সাকিবও সরে দাঁড়াতে চাইছেন। তাই দলে অধিনায়কত্ব কে করবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে সুজন বিষয়টা অন্যভাবে দেখছেন।
সুজন মনে করেন অধিনায়কত্ব করার মতো ক্রিকেটারও রয়েছে। প্রয়োজনে তিন ফরম্যাটে তিন অধিনায়কও করা যেতে পারে। তিনি বলেন, ‘আপনি বলতে পারেন আমাদের ক্যাপ্টেন নাই। এই কথাটাও আমি বিশ্বাস করি না। আপনি কিভাবে জানেন আমাদের ক্যাপ্টেন নাই? ক্যাপ্টেনতো আপনি কাউকে দিয়ে দেখতে হবে সে থাকে কি না?’
সুজন আরও বলেন, ‘জাতীয় দলে তো আরও ১১ জন প্লেয়ার আছে। আপনি কাউকে প্রশ্ন করেন। তিনটা ফরম্যাটের জন্য ট্রাই করেন। যদি সাকিব করতে না চায়, ও যদি ওর পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে চায়, অবশ্যই সেটা বিসিবিকে চিন্তা করতেই হবে।’
বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, যেহেতু টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ কম সেহেতু নেতৃত্বটা উপভোগ করছে না সাকিব।
তিনি বলেন, ‘এটা ঠিক যে আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে ওর আগ্রহ তেমন নেই। বিশেষ করে দল যখন বাইরে যাচ্ছিল তখন টেস্টের সময় সে বিরতি চায়। স্বভাবতই ওর আগ্রহ কম টেস্টের প্রতি।’